জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান গ্রহণ এবং ধানমণ্ডি ৩২ নম্বর রক্ষার পক্ষে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার কারণে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদকে অপসারণের দাবি জানিয়েছেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) এবং ফ্যাসিজম ও বৈষম্যবিরোধী নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ (১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই দাবি উত্থাপন করা হয়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সদস্যসচিব মুহাম্মদ আব্দুল্লাহ, এবং বক্তৃতা করেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মকর্তাগণ।
মুহাম্মদ আব্দুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, ব্যাংকটি বর্তমানে গভীর সংকটের সম্মুখীন। তিনি অভিযোগ করেন যে, ব্যাংকের চেয়ারম্যান একজন স্বৈরাচারী মনোভাব নিয়ে ব্যাংক পরিচালনায় অনৈতিক হস্তক্ষেপ করছেন। তাকে স্বৈরাচার পতনের পর ব্যাংক সেক্টরে নব্য স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা আরও জানান যে, চেয়ারম্যানের বক্তব্য ব্যাংকের নৈতিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং তা ব্যাংকের জন্য ক্ষতিকর হতে পারে।
এছাড়া, বিবৃতিতে বলা হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের বিরুদ্ধে বিচার চাওয়া এবং সেই সুশীল সমাজের প্রতিনিধিরা হিসেবে বিবৃতি দেওয়া ছিল অত্যন্ত বিস্ময়কর এবং ক্ষোভজনক।