আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। রোববার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ঢাকায় গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এই দাম থাকবে ৫৫ থেকে ৬০ টাকা।
এছাড়া, সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাজার স্থিতিশীল রাখা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে আগেভাগেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সঙ্গে পরামর্শ করেই এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে, আগের বছরের তুলনায় দাম খুব বেশি বাড়েনি, যার কারণে খুচরা বাজারে তেমন প্রভাব পড়বে না বলেই ধারণা।
চামড়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, “চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। যথাসময়ে সংগ্রহ ও প্রক্রিয়াজাত না হলে কোরবানির চামড়ার অপচয় ঘটে।”