চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন—এই সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি’র প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “অধ্যাপক ইউনূস এক কথার মানুষ। তিনি আগেই যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। তিনি সময়সীমার বাইরে যাবেন না।”
তিনি আরও বলেন, “বৈঠকে অংশ নেওয়া প্রতিটি দল প্রধান উপদেষ্টার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছে। সবাই তার নেতৃত্বেই নির্বাচন চায় এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন চায়, এমন অভিমতও তারা প্রকাশ করেছে।”
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, এনসিপি স্থানীয় সরকারের নির্বাচনে গুরুত্ব আরোপ করেছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করার দাবি তুলেছে। তবে বিএনপি, জামায়াত ও এনসিপি—তিন দলই প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো দাবি তোলেনি; বরং তার নেতৃত্বে সমর্থন জানিয়েছে।