প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতার ত্যাগ করে শুক্রবার ভ্যাটিকান শহরের উদ্দেশে রওনা হয়েছেন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তিনি বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে কাতার ত্যাগ করেন। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু তাঁকে বিদায় জানান।
প্রধান উপদেষ্টা ইতালির রোমে পৌঁছাবেন স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে, যেখানে তাঁকে স্বাগত জানাবেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত। এরপর, তিনি সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেখানে যাবেন।
পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, কার্ডিনাল মাউরো গাম্বেত্তি প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন। শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে, প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার্স স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।
এরপর রোববার, তিনি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।