চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) তেজগাঁও থানা-পুলিশ বসুন্ধরা সিটি থেকে তাকে আটক করে।
গ্রেপ্তারের পর সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন এক ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি বলেন, “কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা খরচ করে আমার জামাইকে ছাড়িয়ে আনব। যারা এই ঘটনার পেছনে আছে, তাদের ছেড়ে দেওয়া হবে না।”
এছাড়া, তিনি জানান, ১০ থেকে ১২ দিনের মধ্যেই সাজ্জাদ জামিনে মুক্তি পাবেন। তার কথায়, “মামলা থাকলে গ্রেপ্তার হবেই। কিন্তু যারা মনে করছেন, সে আর বের হতে পারবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। এখন পালানোর পালা তোমাদের।”
এর আগে, গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসিকে বিবস্ত্র করে মারধরের হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এরপর তাকে ধরিয়ে দিতে নগর পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেন।
উল্লেখ্য, সাজ্জাদের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় ছিলেন।