নিজস্ব প্রতিবেদক
ঢাকা এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠনকে কোনো ধরনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন।
ডিআইজি বলেন, “নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না। কেউ যদি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “আগে পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন থেকে কোনো পুলিশ সদস্য যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি থানাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে চান জানিয়ে বলেন, “কোনো পুলিশ সদস্য বা অপরাধীর বিরুদ্ধে অভিযোগ পেলে সরাসরি শুনে ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে ডিআইজি রেজা ‘টক টু ডিআইজি’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দেন। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে অপরাধের তথ্য দিতে পারবেন বা সাহায্য চাইতে পারবেন। যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
ডিআইজির এই ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের বার্তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।