স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এখন পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এরপর কিছু সময়ের মধ্যেই এটি উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিধ্বস্ত হয়।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনায় পাইলট বা আরোহীদের অবস্থা জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত সাধারণ নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।