সদরুল আইন, ঢাকা
কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে শত-শত শিক্ষার্থী হঠাৎ করে শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন। এতে শাহবাগ হয়ে আশেপাশের এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্নাতক সমমান স্বীকৃতির দাবিতে আন্দোলন
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, উচ্চ মাধ্যমিক পাসের পর তারা ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ ও ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সে ভর্তি হন। এই দুটি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।
সমাবেশ থেকে মিছিল, তারপর শাহবাগ অবরোধ
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করেন। এরপর সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন। কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
এক শিক্ষার্থী বলেন,
“আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছি। কিন্তু বারবার অবহেলা করা হয়েছে আমাদের দাবি। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।”
অবরোধের ফলে রাজধানীর কারওয়ান বাজার, টিএসসি, পল্টন, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় থেকে সরবেন না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনো প্রকার সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
প্রেরক:
সদরুল আইন
ঢাকা প্রতিনিধি