চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা কমিটি গঠনের পরপরই পদত্যাগ, বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে। কমিটির নেতৃত্ব নিয়ে অসন্তোষের জেরে দিনভর উত্তেজনা বিরাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শহরের বিভিন্ন স্থানে।
কমিটি গঠনের পরপরই পদত্যাগ
সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম জেলা কমিটির ঘোষণা দেন। তবে কমিটির কয়েকজন গুরুত্বপূর্ণ পদধারী নেতা পদত্যাগ করেন, অভিযোগ তোলেন স্বজনপ্রীতি ও স্বচ্ছতার অভাবের। পদত্যাগকারী এক নেতা বলেন, “যারা মাঠপর্যায়ে আন্দোলন চালিয়ে গেছে, তাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের নেতৃত্বে আনা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।”
বিক্ষোভ ও অবরোধ
মঙ্গলবার সকাল থেকেই পদত্যাগকারী ও তাদের সমর্থকরা নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা স্লোগান দেন, “পছন্দসই কমিটি মানি না, মানবো না।”
বিকেলে বহদ্দারহাট এলাকায় আন্দোলনকারীরা মানববন্ধন করেন এবং বিক্ষোভ মিছিল বের করে। তারা দাবি তোলেন, “পুনর্গঠন করতে হবে, স্বচ্ছ নেতৃত্ব চাই।”
সংগঠনের কেন্দ্রীয় নেতাদের প্রতিক্রিয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জানিয়েছেন, “কমিটি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আলোচনা করে সমাধান করা হবে।” তবে তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “কমিটি গঠনে স্বচ্ছতা ছিল, এখানে কোনো পক্ষপাতিত্ব হয়নি।”
সংগঠনের একাংশ পুনর্গঠনের দাবি জানালেও কেন্দ্রীয় নেতারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেননি। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি চলবে।
bangla fm সংবাদ ডেস্ক