জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি তৌহিদ হোসেনের সাথে তার পৃথক বৈঠকের কথা রয়েছে।
সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুর পাশাপাশি জুলাই আন্দোলনের তদন্ত ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকের পর, গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজারে যাবেন। সেখানে গিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেইসাথে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন তিনি।
সরকারের আশা, জাতিসংঘের মহাসচিবের এই সফরের ফলে রোহিঙ্গা সংকটের বিষয়টি আবার বৈশ্বিক আলোচনায় আসবে।