চাঁপাইনবাবগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি ২০২৫: পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভুলক্রমে ভারতীয় সীমান্তে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) এর গুলিতে নিহত বাংলাদেশি জেলে মো. বারিকুল ইসলামের লাশ ফেরত দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সীমান্তে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তার মরদেহ হস্তান্তর করা হয়। নিহত বারিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
ঘটনার বিস্তারিত
শনিবার রাতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাকে আটক করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে আটক করার কিছুক্ষণ পরই গুলি চালিয়ে হত্যা করা হয়। তবে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, “আটক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করছিল, সতর্কবার্তা উপেক্ষা করায় গুলি চালানো হয়েছে।”
নিহত বারিকুলের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “আমাদের ছেলে কোনো অপরাধ করেনি, সে শুধুমাত্র মাছ ধরতে গিয়েছিল। বিনা অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”
বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনেছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা প্রয়োজন।”
মানবাধিকার সংগঠনগুলো বলছে, বাংলাদেশ-ভারত সীমান্তে বারবার এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ২০২৪ সালে অন্তত ১৮ জন বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা ও নিহতের পরিবার এ ঘটনার জন্য বিচার ও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন।