আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে শুক্রবার (৯ মে) বিকেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী ছাত্র ও সাধারণ জনগণ। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে একটি সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার পর থেকেই আন্দোলনকারীরা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে তারা মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগ, সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরমুখী রাস্তায় তীব্র যানজট দেখা দেয়।
আন্দোলনকারীদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং ‘গণহত্যার বিচার চাই’ স্লোগান দেখা যায়। আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
অবরোধকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।