২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৬টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।
জাতীয় কর্মসূচি ও উদযাপন
স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। রাজধানীসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়েছে। হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, শিশু পরিবার ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার বাণী
এক বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে জাতি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।