জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, দলীয় পদ-বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, জি এম কাদেরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন-বাণিজ্যের মাধ্যমে তিনি ১৮ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, দলীয় পদ-বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে তা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্র আরও জানায়, জি এম কাদের নামে-বেনামে সিঙ্গাপুর, লন্ডন ও অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দুদক।
দুদকের এই অনুসন্ধান রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখনো জি এম কাদেরের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।