বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনের উদ্যোগ নিয়েছে চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান লোংগি। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত এ তথ্য জানান। তিনি বলেন, চীনের বেশ কয়েকটি সোলার প্যানেল নির্মাতা বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের জন্য ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল। এর মধ্যে লোংগিসহ অন্তত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, “তারা খুব শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে। পাশাপাশি চীনের একটি নিবেদিত রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলও শিগগিরই কার্যক্রম শুরু করবে।”
এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠান পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানি করতে চায়, তাদের জন্য বাংলাদেশ হতে পারে একটি আদর্শ উৎপাদন কেন্দ্র।”
স্বাস্থ্যখাতেও চীনা বিনিয়োগ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চীনের হাসপাতাল চেইনগুলো বাংলাদেশে শীর্ষস্থানীয় ক্লিনিক স্থাপন বা যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।
চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি রোগীদের জন্য চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ে চারটি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে এবং সম্প্রতি বাংলাদেশ থেকে একদল রোগী চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সফরের সময় তিনি বোয়াও ফোরামে বক্তব্য রাখবেন এবং ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি দেবে।