নাটোরের বড়াইগ্রামে বইমেলা থেকে প্রতিবন্ধী যুবক রুবেল মিয়াকে অপহরণ ও নির্যাতন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বইমেলা থেকে রুবেল মিয়া নামে এক প্রতিবন্ধী যুবককে অপহরণ করে ভয়াবহ নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের নেতা মুন্নার নেতৃত্বে তার সদস্যরা রুবেলকে মেলা থেকে তুলে নিয়ে যায়।
নির্যাতনের ঘটনা: অপহরণের পর রুবেলকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি খাদ্য গুদামে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করা হয় এবং তার ডান পায়ের রগ কেটে দেয়া হয়। এরপর রুবেলের ডান চোখ উপড়ে ফেলা হয়। এই মারাত্মক নির্যাতনের কারণে রুবেলের অবস্থা গুরুতর হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশের অভিযান: নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত বইমেলা থেকে প্রতিবন্ধী যুবক রুবেল মিয়াকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের নেতা মুন্নাকে আটক করেছে। মুন্না রুবেলকে তুলে নিয়ে তার পায়ের রগ কেটে ও ডান চোখ উপড়ে ফেলে। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ মুন্নাকে আটক করে