দীর্ঘ চিকিৎসা শেষে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরার পর আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে বাসভবনে পৌঁছানোর সময় তাকে সহায়তা করেন তার দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান সিদ্দিকী।
সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে ফিরোজায় আনা হয়। সেখানে আগেই অপেক্ষায় ছিলেন বিএনপির সিনিয়র নেতারা, পরিবারের সদস্যরা ও দলের কিছু সংখ্যক কর্মী-সমর্থক।
ফিরোজায় প্রবেশের সময় দেখা যায়, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে দুর্বল বেগম জিয়া দুই পুত্রবধূর কাঁধে ভর করে ধীরে ধীরে বাসভবনের দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। এ দৃশ্য অনেকের হৃদয় ছুঁয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে সেই আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও।
দীর্ঘ দুই বছর ধরে চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন বেগম জিয়া। এখন ফিরোজায় থেকেই তার বিশ্রাম ও চিকিৎসা চলবে বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন।
বিএনপির নেতারা বলেন, বেগম জিয়ার ফিরে আসা শুধু পারিবারিক নয়, রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। দুই পুত্রবধূর সহায়তায় তার ফিরোজায় প্রত্যাবর্তনের এই দৃশ্য তার পরিবারের ঐক্য ও ভালোবাসার অনন্য প্রকাশ বলে তারা মন্তব্য করেন।
দেশের রাজনীতিতে নতুন গতি আনার আশা নিয়েই ফিরেছেন বেগম জিয়া—এমনটাই প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা।