ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যারা ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা ছবির ক্যাপশনে লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাছে ড. ইউনূস পদত্যাগ করছেন।
প্রকৃত ঘটনা হলো, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন জাতিসংঘ মহাসচিব । শুক্রবার (১৪ মার্চ) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে জাতিসংঘ প্রধান সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন।
আগামীকাল শনিবার জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করে জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করবেন। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন এবং ঢাকার জাতিসংঘ অফিসে কর্মরতদের সাথে একটি সভায় যোগ দেবেন।

