গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রস্তাবিত সংস্কার প্রতিবেদন শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দিয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করেন।
অনলাইন পোর্টাল বিষয়ে সাত দফা সুপারিশ
প্রতিবেদনে অনলাইন সংবাদমাধ্যমের নীতিমালা সংস্কারের জন্য সাত দফা সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
1️⃣ অনলাইন পোর্টাল নিবন্ধনের নীতিমালা হালনাগাদ করা এবং নিবন্ধনের দায়িত্ব স্বাধীন গণমাধ্যম কমিশনের কাছে অর্পণ করা।
2️⃣ পূর্বে স্বেচ্ছাচারীভাবে নিবন্ধনপ্রাপ্ত অনলাইন পোর্টালগুলো পর্যালোচনা করা।
3️⃣ নিবন্ধন প্রক্রিয়ায় একাধিক নিরাপত্তা সংস্থার তদন্ত বাতিল করে শুধুমাত্র পুলিশের তদন্ত রাখার সুপারিশ।
4️⃣ বার্ষিক নবায়ন পদ্ধতি বাতিল করা।
5️⃣ আইপিটিভি ও অনলাইন পোর্টালের সংবাদ বুলেটিন সম্প্রচার নিষেধাজ্ঞা বাতিল করা।
6️⃣ স্বচ্ছ নীতিমালার মাধ্যমে সরকারি বিজ্ঞাপনের ব্যবস্থা নিশ্চিত করা।
7️⃣ ট্রেড লাইসেন্স ফি হ্রাস করে সংবাদমাধ্যমকে সহায়তা করা।
গণমাধ্যম সংস্কারের উদ্যোগ
গত ১৮ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল আহমেদ।
প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে গণমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।