খুলনায় জাতীয় নাগরিক কমিটির নেতা পরিচয়ে এক ব্যবসায়ীকে জিম্মি করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে পরিবারের সদস্যরা ৫০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে টাকা আনতে গিয়ে ধরা পড়েন চক্রের তিন সদস্য।
শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে নগরীর লবণচরা থানাধীন দরগা রোডে এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি হলেন ইমন মোল্লা, নগরীর বসুপাপাড়া এতিমখানা রোডের বাসিন্দা আজগর মোল্লার ছেলে।
জিম্মি অবস্থায় থাকা ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী নুর আলম (৫৬)-কে উদ্ধার করা হয়। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে খুলনার দরগা রোডে বসবাস করেন।
চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে মুক্তিপণ চেয়ে হুমকি দেয়। ছয় মিনিট ৫০ সেকেন্ডের কথোপকথনে জানা যায়, তারা ৩০ জনের একটি সংঘবদ্ধ দল হিসেবে কাজ করে।
এ ঘটনার সঙ্গে খুলনা মহানগর যুবদল নেতা মাহবুব হাসান পিয়ারুর সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের মোবাইল কললিস্ট পরীক্ষা করে অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।