আছিয়া বাড়ি আয়রে তুই বলে আহাজারি করছে আছিয়ার বড় বোন
মাগুরার ধর্ষণের শিকার আট বছরের শিশুটির বড় বোন কান্নায় ভেঙে পরছে। বার বার বাড়ি আয় বলে কান্নায় ভেঙে পরছ্ । আছিয়া বাড়ি আয়রে তুই বলে আহাজারি করছে আছিয়ার ১ বছরের বড় বোন। আমার বোন কত কষ্ট পাইছেরে।
আছিয়ারা তিন বোন এক ভাই, বোনদের ছোট আছিয়া এরপর ভাই।
এদিকে, শিশুটির মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। আর কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করছেন। শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমে বলেন, ‘আছিয়ার জানাজা গ্রামেই হবে। আমার মণিকে বেলেট দিয়ে ক্যামবা কাটিছে রে। আমার মণির পুরো গলায় ঘা হইয়্যা গেছে রে।
আজ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে জানানো হয়, মাগুরায় নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।