এনসিপিকে উদ্দেশ করে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, “এনসিপি কালাজ্বরে ভুগছে, আর জামায়াতের কোলে বসে শুরা পান করছে।” বুধবার (১৪ মে) রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালত চত্বর থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, “ইউনূস জামায়াতের সঙ্গে অবৈধ প্রেম করে টিকে আছে, কিন্তু এই প্রেম দীর্ঘস্থায়ী হবে না।”
শাজাহান খান বলেন, “আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার উড়বে। আমরা প্রস্তুত আছি নির্বাচনের জন্য। সুযোগ পেলে আমরা নির্বাচনে অংশ নেব ইনশাআল্লাহ।”
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, “তাহলে জুলাই-আগস্টের বিষয়ে কী বলবেন?” জবাবে তিনি বলেন, “জুলাই-আগস্টে যা ঘটেছে, তার জন্য জবাবদিহিতা করতে হলে করব, অনুশোচনা প্রকাশ করতে হলে করব।”