আওয়ামীলীগ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে ছাত্র-জনতা আবারও প্রস্তুত বলে মন্তব্য করেছেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। শুক্রবার (২১ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাদিক একথা বলেন।
সাদিক তার পোস্টে বলেন, রক্তের দাগ শুকায় নাই। এই রক্তের উপর দাঁড়িয়ে আমার ভাইয়ের খুনিদের ফেরানোর কোন চেষ্টা আমরা সফল হতে দিবো না।
জুলাইয়ের মতো আবারও ঐক্যবদ্ধ হোন, আওয়ামীলীগ পুনর্বাসন রুখে দিন।গণহত্যাকারীদের ঠিকানাএই বাংলায় হবে না।