ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। ডিপিএলে আজ শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ ছিল তামিমের দল মোহামেডানের। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিসিবির চিকিৎসক জানিয়েছেন, তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কেপিজে স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, তাতে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।
এক প্রত্যক্ষদর্শী সময় নিউজকে বলেন, ‘আমরা ফিল্ডিংয়ে নামবো নয়টায়। টস করার পর ভাই (তামিম ইকবাল) ফিল্ডিংয়ে নামবে। কিন্তু ওই সময় তিনি জানান, ‘‘আমার একটু খারাপ লগছে।’’ উনি তখন চেয়ারে বসছেন। আমাদের ফিজিও এসে ফোন দেয়ার পর ডাক্তার আসছে। উনি (তামিম) বলেন, ‘‘আমার চোয়াল ব্যথা করছে।’’ এরপর আমরা আর ঝুঁকি না নিয়ে উনাকে হাসপাতালে নিয়ে আসছি ওবার গাড়ি দিয়েই।