শাহালাল ইসলামঃ জীবন- মরণের সীমানা পারায়ে,বন্ধু হে আমার রয়েছো দাঁড়িয়ে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভাটোপাড়া সাহিত্যধারার উদ্যোগে সাহিত্যধারার দুইজন সদ্য প্রয়াত আব্দুল আজিজ এবং মঈনুদ্দিন টিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শক্রবার ১৪ (ফেব্রুয়ারী) গোদাগাড়ী উপজেলার ০৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাহিত্যেধারার সভাপতি জুলফিকার হায়দার, পিরিজপুর উচ্চবিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষকও সাহিত্যধারার সাবেক সভাপতি সাইফুদ্দীন আহম্মদ বাবু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রাজু আহম্মেদ, সাহিত্যধারার নির্বাহী সম্পাদক তৈয়বুর রহমান, রাজশাহী জেলা যুবদলের সদস্য ও সাহিত্যধারার সাবেক নির্বাহী সম্পাদক রাকিব রাজিব,নিরাপদ সড়ক চাই এর রাজশাহী জেলা শাখার সদস্য মোঃ জালাল হোসেন,সাহিত্যধারার সাবেক নির্বাহী সম্পাদক ফকরুল ইসলাম তিতাস,সাহিত্যেধারার সাবেক নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম (জিয়া), পিরিজপুর উচ্চবিদ্যালয়ে সহকারি শিক্ষক ও সাহিত্যধারার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত দুইজনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়াও মোনাজাত করা হয়।