মোঃ মনির হোসেন সোহেল:
চাটখিল প্রতিনিধিঃ চাটখিলের কৃতি সন্তান আয়ারল্যান্ড প্রবাসী ওমর এফ নিউটনের আত্ম উন্নয়ন ও আত্নসচেতনতামূলক বই ‘অনু-প্রেরণা’ বইয়ের মোরক উন্মোচন করা হয়েছে।
১৮ই ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো, ওমর ফারুক নিউটনের অনুপ্রেরণা ও আত্ন উন্নয়নমূলক বই ‘’অণু-প্রেরণা’’ -র মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানে লেখকের পরিবার পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদেরকে নিয়ে মোড়ক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে লেখকের বাবা, চাচা এবং স্ত্রীসহ স্কুল কলেজের বন্ধুবান্ধব ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
লেখক, আগত অতিথিদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও অণু-প্রেরণা বইটির সাথে সবাইকে পরিচিত করিয়ে দেন।
অণু-প্রেরণা বইটি একটি আত্মউন্নয়ন ও সচেতনতামূলক বই এবং লেখকের দ্বিতীয় বই। বইটি এবারের অমরে একুশে বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
লেখকের প্রথম বই ‘’এবার তোরা মানুষ হ’’ বিগত বইমেলায় অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। যেটিও যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করে।
লেখক ওমর এফ নিউটন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের মোঃ নুরুন নবী পাটোয়ারীর ‘র একমাত্র মাত্র পুত্র। তিনি, ইংল্যান্ডে উচ্চ শিক্ষার জন্য গমন ও বর্তমানে আয়ারল্যান্ডে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত থাকলেও লেখালেখির জন্য রয়েছে যথেষ্ট আগ্রহ। উপজেলার সন্তান হতে হিসেবে গত বছর বই মেলায় “এবার তোরা মানুষ হ” বইয়ের পাঠকদের মনে যথেষ্ট সাড়া জাগিয়ে তোলে।