সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিসিক মোড় এলাকায় সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে। এতে কিছু যানবাহন ভাঙচুর হয় এবং সড়কের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর; তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাতায়াত স্বাভাবিক করার কাজ চলছে।
