জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) জনাব কার্তিক চন্দ্র ঘোষ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, শরীয়তপুর এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নড়িয়া বাজারে অবস্থিত দেওয়ান বেকারীকে অনিবন্ধিত অবস্থায় ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন এবং বিক্রয়ের দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বেকারির অনুমোদনহীন রং, ভেজাল ও নিম্নমানের খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া বাজারের ঝুমুর হোটেল ও রেস্টুরেন্ট এবং প্রিয়জন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পরবর্তীতে পুনরায় অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন, নড়িয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম সাকলাইনসহ পুলিশ ও র্যাবের একটি চৌকস দল।