লালমনিরহাট প্রতিনিধি :
বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর২০২৫) বেলা সাড়ে ১২ টায় সাপ্টীবাড়ী ডিগ্রি কলেজ হলরুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আদিতমারী, লালমনিরহাটের আয়োজনে ১০ দিনব্যাপী ভিডিপির মৌলিক প্রশিক্ষণের ( দ্বিতীয় ধাপ), সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সাপ্টীবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রভাষক বিমল কুমার রায়ের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর। সমাপনী বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষক (ইউ আই) আবদুল ওহাব রেজা।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন মৌলিক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। যা পরবর্তীতে কাজে লাগিয়ে নিজের জীবনকে বদলে দিতে পারবে। উল্লেখ্য যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্বিতীয় ধাপে ৭৪ জন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আদিতমারীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।