নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও নেটজ-বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক পুলিশ ইন্সপেক্টর আশরাফুল ইসলামের সভাপতিত্বে জুরি প্যানেলে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন, অ্যাডভোকেট মনিকা মল্লিক ও ওসি আরশেদুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন ও মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল,উপজেলা সিএসও সভাপতি মোবারক আলী,সম্পাদক হালিমা আকতার ডলি, প্রোগ্রাম কো-অডিনেটর রাশেদুল আলম লিটন, এরিয়া সমন্বয়কারী রওশন আরা বেগম,ফিন্ড ফেসিলেটর শিরিন সুলতানা প্রমুখ। মডারেটর নাজনিন বেগম স্নিগ্ধার সঞ্চালনায় চারজন নির্যাতিতা নারী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।