রাজস্থলীতে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত

চাইথোয়াইমং মারমা, স্টাফ রিপোর্টার :
কয়েক দিন  ধরে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মোবাইল নেটওয়ার্কের সেবা অত্যন্ত নিম্নমানের হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কল করা, কল রিসিভ, ইন্টারনেটের ধীরগতি ও বারবার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের  দৈনন্দিন কার্যক্রম কাজ বন্ধ রাখা লাগে।
রাজস্থলীর বিভিন্ন এলাকা, বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টেলিটক, রবি এবং এয়ারটেলের নেটওয়ার্ক প্রায়ই দুর্বল থাকে। রাজস্থলী সদরে কোন গ্রামীণ ও বাংলালিংক নেটওয়ার্ক আওতাধীন নেই বলে অনেকে জানান। এতে  স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও নেটওয়ার্কের সমস্যা প্রকট, ফলে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়েছে । এ নিয়ে স্থানীয় জনগণ  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করছেন।
স্থানীয় ব্যবসায়ী দেবাশিষ, কাজল, শিমুল ও মনা বলেন, নেটওয়ার্ক ত্রুটির কারণে অধিকাংশ সময় টাকা লেনদেনের ক্ষেত্রে সমস্যা হয়, এতে আমাদের  ব্যবসার ক্ষতি হচ্ছে এবং জনগণও সেবা হতে বঞ্চিত হচ্ছে , বর্তমানে মানুষ নিয়মিত প্রয়োজন  লেনদেন করে বিকাশ, রকেট,  নগদে, যার জন্য নেটওয়ার্ক থাকাটা অত্যান্ত প্রয়োজন হয়ে পড়েছে এ গুরুত্বপূর্ণ  উপজেলায় । ২৩ আগষ্ট শনিবার মাঠে সরেজমিনে ঘুরে দেখা যাচ্ছে, এসব চিত্র নেটওয়ার্ক ব্যবহারকারী জনগণের  জনদুর্ভোগ তুলে ধরেছি।
স্থায়ীনয়  বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা  এ প্রতিবেদক  বলেন, একদিকে নেটের সমস্যা, অন্য দিকে বিদ্যুৎ চলে গেলে নেট পুরোপুরি চলে যায়, মোবাইলে  কল দিয়ে কথা বলার উপায়ও থাকে না। দীর্ঘদিন এই সমস্যা, কিন্তু সমাধানের উদ্যােগ হাতে নিচ্ছে  না মোবাইল কোম্পানী গুলো। এই বিষয়ে, রাজস্থলী থানা অফিসার ভারপ্রা প্ত  ইনচার্জ  ইকবাল বাহার চৌধুরী  গণমাধ্যম কে  জানান  জরুরী অবস্থায়  রবি এয়ারটেল ও টেলিটক কোম্পানি গুলোর যারা প্রতিনিধি আছে তাদের সাথে কথা বললে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আসছে কিন্তু সমাধান হচ্ছেনা  ফলে স্থানীয় সাধারণ  জনগণ ও স্থানীয় প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীগণ এনজিও বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিরা    নিয়মিত ক্ষোভ প্রকাশ করে আসছে।
নেট সমস্যার বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু আজও তার কোনো সুফল মেলেনি রাজস্থলী উপজেলায়। অন্যদিকে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের হাজার হাজার নেটওয়ার্ক ব্যবহারকারী ভোগান্তি স্বীকার  শেষ নেই মাঠে সরেজমিনে দেখা গেছে, যেমন রবি, টেলিটক, এয়ারটেল বাংলালিংক সহ  গ্রামীণ নেটওয়ার্ক সহ  একটু বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর সমাধান কবে পেতে পারি।  রাজস্থলীর জনগণ দ্রুত নেটওয়ার্ক সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও দাবী কামনা করেন।অন্যথায় স্থানীয়রা  আন্দোলনের মুখোমুখিসহ মানবন্ধন  হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানা যায়।

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist