ঐক্য, সাম্য, ন্যায়, ইনসাফ, মানবতা, শৃঙ্খংলা, সংহতি, বৈষম্যহীন, সমতা, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা, পরমতসহিষ্ণুতা, কল্যান রাষ্ট, শক্তিশালী সমৃদ্ধ জাতি, নারী অধিকার ও নিরাপত্তা, ধর্ষন প্রতিরেধে ব্যবস্থা, অন্যায় অবিচার জুলুম চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে, জন আকাঙ্খার বাংলাদেশ, সামাজিক মর্যাদা, সোসাল জাস্টিস, প্রসংশা, তোষামোদী, অতি প্রসংশা, পুজনীয় রাজনীতি বদ্ধে, মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ সকল অধিকার বাস্তবায়ন ও দায়িত্ব-কর্তব্য পালনে দৃঢ় প্রত্যয় নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি, অর্থনীতিতে নতুনধারার সংযোজন, জনগনকে রাজনীতিতে সম্পৃক্ত করন ও জোড়ালো ভাবে সচেতন করা, যে দেশের জনগন রাজনীতিতে যত বেশী সচেতন সে দেশ তত উন্নত, ফ্যাসিবাদ, স্বৈরাচার, একনায়কতন্ত্র, রাজতন্ত্র ও পরিবারতন্ত্র মুক্ত হয়, ফলে দেশ ভালো ভাবে চলে ও উন্নত হয়। অর্থনৈতিক বৈষম্য নিরসন, জুলুম প্রতিরোধ, মজলুমের পক্ষে অবস্থান, বিশ্বের সকল দেশের মজলুমদের পক্ষে থাকা, জুলুমকারীদের প্রতিরোধ, দোষারোপ হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির অবসান, রাজনৈতিক নেতা- কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সুস্থ ধারার রাজনীতি, বাক স্বাধীনতা, দারিদ্র বিমোচন, ভোটাধিকার ও ভোটে দাড়ানো অধিকার, তারুণ্যের প্রধান্য, প্রযুক্তির উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থা করে বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করা, ইসলাম, বিশ্বাস আমল, সৎকর্ম, মিথ্যা পরিহার, দুর্নীতি, ঘুস, মাদক, জংগীবাদ, ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, রাজতন্ত্র, গনতন্ত্রের নামে পরিবারতন্ত্র, অধিপত্যেবাদ, সাম্রাজ্যবাদ পরিহার করে মজবুত টেকসই শোষণ মুক্ত রাজনৈতিক ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা, নতুন রাজনৈতিক ধারায় ছাএ-জনতা, কৃষক, শ্রমিক, প্রবাসী, মজদুর মেহনতীদের নিয়ে জনতার মুক্তি, দেশবাসীকে নিয়ে সকলের বাংলাদেশ, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার লক্ষ্য নিয়ে ২৬ এপ্রিল ২০২৫, শনিবার সকালে বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গাড়ার সংগ্রামে থাকবে নবগঠিত বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সবার বাংলাদেশ। বাংলাদেশী।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরো মজবুত সুদৃড় করতে স্বতন্ত্র স্বাধীন পররাষ্ট্র নীতি, সম্মানের ভিত্তিতে পররাষ্ট্র ব্যবস্থাপনা, শক্তিশালী প্রতিরক্ষা নীতি, সামরিক শক্তি বৃদ্ধি করার বিষয়ে তাদের থাকবে বলিষ্ঠ পদক্ষেপ। ২২/১ তোপখানা রোড বাংলাদেশ শিশু কল্যান পরিষদ ভিআইপি কনফারেন্স হলে ২৬ এপ্রিল, ২০২৫ শনিবার সকালে আত্মপ্রকাশ অনুষ্ঠানে পার্টির আহবায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নুর ঘোষণা পত্র পাঠ করেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতি পার্টির পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুল করিম ৩৭সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করেন। আহবায়ক কমিটির সদস্যরা হলেন, পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুল করিম, উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক নেতা, সমাজ সেবক, স্বনামধন্য কবি ও গীতিকার, বাংলাদেশ নাগরিক আন্দোলনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে সামসুল হক কাবা, মুফতি মহিউদ্দিন, অধ্যক্ষ মুফতি আবদুল হালিম, এনাম জয়নাল আবেদীন, এম হাবিব উল্লাহ, ফারুক আলম, জি এম মোস্তফা মিলন, মনোয়ার হোসেন বাবুল, প্রফেসর খোদাদাদ খান, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, এডভোকেট জাহাঙ্গীর, ফিরোজ আলম, মো: হাসান আলী।
আহবায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নূর, জ্যেষ্ট যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক মো: হুমায়ূন কবির, ওসমান গনী খোকন, এডভোকেট রেজাউল হক রেজা, এডভোকেট গিয়াসউদ্দিন শাহিন, সদস্য সচিব মো: মামুনুর রশীদ মামুন, জ্যেষ্ট যুগ্ম সদস্য সচিব ইশারুল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোল্লা মো: জমির উদ্দিন, সালেহ আহমেদ, কেন্দ্রীয় আহবায়ক কমিটি সদস্য মনির হোসেন মনির, মোঃ নিজামুদ্দিন ভূইয়া, শাহ মোঃ মোতাহার উদ্দিন তপন, কাজী সরোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন, মোশারফ হোসেন দুলাল, সারোয়ার হোসেন জাহান, সালাউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ, তাজরিয়ান আলম, মো: শফিকুল ইসলাম, শামীম মিয়া, মুখপাত্র, মূখ্য সংগঠক, মিডিয়া ও প্রচার প্রধান, অর্থ প্রধান, আন্তর্জাতিক প্রধান, সাংগঠনিক প্রধান সহ অন্যন্য পদ গুলো তারা আলোচনা করে নিজেদের মধ্যে হতে ঠিক করে নিব ইনশা আল্লাহ। এ ছাড়া পর্বতীতে কাউন্সিলের মাধ্যমে জাতীয় কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, সুপ্রিম কাউন্সিল বা সর্বোচ্চ পরিষদ, ঢাকা মহানগর, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন, গ্রাম সহ দেশব্যপী কমিটি গঠনের উদ্দ্যোগ নেয়া হবে জানান।
বার্তা প্ররেক
এ টি এম মমতাজুল করিম
আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতি
পৃষ্ঠপোষক
বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি