আজ শুক্রবার ঢাকায় নতুন একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু হলো—নাম ‘জনতা পার্টি বাংলাদেশ’। এই দলের মূল স্লোগান, ‘গড়বো মোরা ইনসাফের দেশ’, যা থেকেই স্পষ্ট হয়ে ওঠে তাদের ন্যায়বিচার ও জনসেবার অঙ্গীকার।
দলের চেয়ারম্যান হয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও সমাজকর্মী ইলিয়াস কাঞ্চন। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব শওকত মাহমুদ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
ইলিয়াস কাঞ্চন শুধু চলচ্চিত্র জগতেই নয়, বরং সড়ক নিরাপত্তা আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ দেশের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে অনন্য ভূমিকা রেখেছে। এই নিরলস কাজের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে তাঁকে একুশে পদক-এ ভূষিত করে সরকার। সড়কের নিরাপত্তা ছাড়াও সমাজের বিভিন্ন অনিয়ম ও অবক্ষয়ের বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন। ধর্ষণের ঘটনার প্রতিবাদে তাঁকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে—এমন সাহসী অবস্থান জনমানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে।
অন্যদিকে মহাসচিব শওকত মাহমুদ এক সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০২৩ সালের মার্চে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
গত ৫ আগস্ট দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের পর একের পর এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। ইতোমধ্যেই এক ডজনেরও বেশি রাজনৈতিক দল দৃশ্যপটে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’। এই দলটি দেশের রাজনীতিতে নতুন কোন মাত্রা যোগ করে—তা এখন সময়ই বলে দেবে।