বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পাঁচ মাস পর আয়না ঘরে গেলেও—গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের কাছে তারা কেন যাননি?
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ইলিয়াস আলী শুধু বিএনপির নেতা নন, তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। অথচ এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ কোনো উপদেষ্টা তার বাসায় খোঁজখবর নিতে যাননি।”
এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ। এতে ইলিয়াস আলীসহ গুম হওয়া ছাত্র-যুবক ও নেতাকর্মীদের সন্ধানের দাবিতে আওয়াজ তোলা হয়।
দুদু বলেন, “ইলিয়াস আলী থেকে শুরু করে বহু নেতা-কর্মীকে গুম করেছে শেখ হাসিনার সরকার। এর দায় তাকে নিতে হবে। আমরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চাই।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে পুরো জাতি আজ উদ্বিগ্ন। “সরকার কী চায়, সেটা কেউ বুঝে উঠতে পারছে না। বিএনপিকে জনগণের সহায়তা নিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ না দিতেই বারবার নির্বাচনকে বিতর্কিত করা হচ্ছে,”—বলেন তিনি।
তার মতে, গত ১৫ বছরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। আর এখন সেই ধ্বংসকারীদের কোনো না কোনোভাবে রক্ষা করার চেষ্টাও চলছে।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক পরিষদের আহ্বায়ক কামাল আহমেদ। বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা এবং গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু।