বরিশাল:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীমের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে বরিশাল নির্বাচনী ট্রাইবুনাল।
সোমবার (৫ মে ২০২৫) বরিশাল নির্বাচনী ট্রাইবুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এই আদেশ দেন। মামলাটি সময়সীমা অতিক্রম করে দায়ের হওয়ায় আদালত সেটি গ্রহণযোগ্য বিবেচনায় না এনে খারিজ করে দেন।
এর আগে গত ১৭ এপ্রিল ২০২৫ ইং তারিখে সৈয়দ ফয়জুল করীম নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করেন। তিনি ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মামলায় তিনি দাবি করেন, প্রকৃতপক্ষে তিনি বিজয়ী হলেও ফলাফল বিকৃত করে অন্য প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। আদালত মামলার শুনানির জন্য ২৪ এপ্রিল তারিখে ৫ মে ধার্য করেন।
আদালতের সিদ্ধান্তের পর সৈয়দ ফয়জুল করীমের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মো. হানিফ মিয়া বলেন, “নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিন অতিবাহিত হওয়ার পর মামলা দায়ের হওয়ায় এটি গ্রহণযোগ্যতা হারায়। সেই প্রেক্ষিতেই আদালত মামলাটি খারিজ করেছেন।”
এই রায়ের মাধ্যমে বরিশাল সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনী ফলাফল বহাল থাকল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।