বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “যেখানে মব দেখবেন, সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন।” দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনীতি করি বাংলাদেশের পক্ষে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। অন্য যেকোনো দেশ—পাকিস্তান হোক, আমেরিকা, চীন বা রাশিয়া—তাদের আমরা থোড়াই কেয়ার করি। আমাদের আগে বাংলাদেশ।”
এক বক্তব্যে ইশরাক বলেন, “আমাদের নেতার ব্যাপারে কটূক্তি করা হলে, সেটা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে দাগ কাটবে। যারা বাংলাদেশে থাকেন, তারা যদি না জানেন কোন অঞ্চলের মানুষ কোন বক্তব্যে কিভাবে প্রতিক্রিয়া দেখায়—তাহলে রাজনীতি দূরের কথা, তাদের প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো দরকার।
কুমিল্লার মুরাদনগরে সাম্প্রতিক এক ঘটনার প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, “সেখানে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথমে দায় চাপানো হয় বিএনপির ওপর, পরে দেখা যায় ঘটনার সঙ্গে সরকারি দলের আত্মীয়-স্বজন জড়িত। বহুবার গণমাধ্যমকে বলেছি—আপনারা যান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। কিন্তু কেউ যায়নি।”
তিনি অভিযোগ করেন, “গণমাধ্যম এখনো স্বাধীন নয়। আগে ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় অন্যদের। এই ভয় এসেছে মব জাস্টিস থেকে।
ইশরাক হোসেন বলেন, “মব জাস্টিস নিয়ে আর কিছু বলব না। তবে যেখানেই এই ধরনের মব দেখবেন, সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে ঘরে পাঠিয়ে দিতে হবে।”