সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
বিএনপি সংস্কারের পথিকৃৎ-বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের সূচনা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন,তেমনি বর্তমান ৩১ দফা কর্মসূচিও বিএনপির সেই সংস্কারের ধারাবাহিকতা।” এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১৪ মে) দুপুরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,“অন্তর্বর্তীকালীন সরকারের কাজ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সেই অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। জনগণই নির্ধারণ করবে দেশ কোন পথে এগোবে।”
ডা. জাহিদ হোসেন বলেন,“আগামী বাংলাদেশের লক্ষ্য হচ্ছে একটি সুশাসনপূর্ণ,মানবাধিকারসম্মত, সাম্যভিত্তিক সমাজ গঠন,যেখানে আইনের শাসন থাকবে এবং সব ধর্ম ও শ্রেণির মানুষ মর্যাদা পাবে। বিএনপি ও গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো তারেক রহমানের নেতৃত্বে যে ৩১ দফা প্রণয়ন করেছে,তা এখন জনগণের দাবি হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন,“৫ আগস্ট ২০২৪-এ যেভাবে ঐক্যের কারণে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল,তেমনই ঐক্য ধরে রাখলে ৩১ দফা আন্দোলনও সফল হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আব্দুর রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী এবং সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা এম নাসের রহমান।
এছাড়া বক্তব্য দেন মুজিবুর রহমান চৌধুরী, মিজানুর রহমানসহ জেলা,উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শুরুর আগে প্রয়াত জেলা বিএনপি নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়সালা আহমদ হেলালী।