বাংলাদেশে ছাত্রছাত্রীদের ওপর বর্বর নির্যাতন ও অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ লক্ষ্যে জাতিসংঘের বাংলাদেশস্থ কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে দলটি। জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান। এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ।
স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমের সামনে বক্তব্যে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ছাত্রলীগের নানা অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে নারী নির্যাতন, শিক্ষার্থীদের গেস্টরুমে বর্বর জুলুম, আওয়ামী লীগের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে প্যারা মিলিশিয়া হিসেবে মাঠে সক্রিয় ভূমিকা এবং সদ্য ঘটে যাওয়া জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর দমন-পীড়ন— এসব ঘটনা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘের কাছে স্মারকলিপির মাধ্যমে এসব বিষয় তুলে ধরা হয়েছে যেন ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠনের স্বীকৃতি দেওয়া হয়। কারণ, দেশ-বিদেশে অবস্থানরত ছাত্রলীগের কেউ যাতে মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করে পার পেয়ে না যায় এবং তারা যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সেটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি জানান, জাতিসংঘের প্রতিনিধি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন, স্মারকলিপি গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে তিনি উল্লেখ করেছেন, এ ধরনের প্রক্রিয়া কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর ভূমিকা ও মতামত বিবেচনা করা হয়ে থাকে।
স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, নারী নেত্রী রাশিদা আক্তার মিতু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রপক্ষ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলাইমান আল হাবিব এবং অর্থ সম্পাদক জাওয়াদ হামিম।