জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুরে সমান উন্নয়ন নিশ্চিত করবেন। তিনি জানান, উন্নয়ন যে কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়, তবে বেশি উন্নয়ন দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় হবে।
বুধবার সন্ধ্যায় শান্তিগঞ্জে পূর্ব ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভায় কয়ছর এম আহমদ বলেন, বিএনপি নির্বাচনের টালবাহানা মেনে নেবে না। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা রক্ত দিয়েছে, গুম ও হামলার শিকার হয়েছে। যদি নির্বাচন না হয়, তবে বিএনপি এবং জনগণ আবারও রাজপথে নামবে এবং অন্তর্বর্তীকালীন সরকার রেহাই পাবে না।
তিনি আরও বলেন, ভোট উৎসবের মতো এক ঘটনা এবং প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিতে আগ্রহী। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় কয়ছর এম আহমদ ৩১ দফা কর্মসূচীর বুকলেট বিতরণ করেন।