৩০ এপ্রিল ২০২৫, বুধবার — ইরান ইসলামি প্রজাতন্ত্রের শাহিদ রাজাঈ বন্দরে গত ২৬ এপ্রিল সংঘটিত ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে আজ বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাস পরিদর্শন করেছে এবি পার্টির একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন (অবঃ)। তিনি দলের পক্ষ থেকে শোক বইতে স্বাক্ষর করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, যিনি শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং ব্যারিস্টার ইর্তিখা উদ্দিন, শ্যাডো কমিটির সম্মানিত সদস্য।
প্রতিনিধি দলটি ইরানের রাষ্ট্রদূত মাননীয় মনসুর চাভোশির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইরানি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের বন্ধুপ্রতিম দল হিসেবে গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন। তারা এই কঠিন সময়ে ইরানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য অটুট রাখার প্রত্যাশা জানান।