স্টাফ রিপোর্টার , কুষ্টিয়া :
গোপালগঞ্জ জেলার অবস্থান ও প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইসলামী বক্তা আমির হামজা। বৃহস্পতিবার কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে আমির হামজা অভিযোগ করেন, গোপালগঞ্জে ছাত্রলীগের হামলা শুধুমাত্র একটি সংগঠনের ওপর নয়, বরং তা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার শামিল।
আমির হামজা বলেন, “আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম, তা পার হয়ে যাচ্ছে। যদি দোষীদের শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে ধরে নিতে হবে গোপালগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্তরা এর সঙ্গে জড়িত।” তিনি আরও বলেন, গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে তা দেশের জন্য ভালো হবে।
সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য নেতারাও গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি জানান এবং বলেন, “অধ্যাদেশ জারি করে জেলার নতুন নাম রাখতে হবে।” বক্তারা দাবি করেন, জেলার পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারেন না, তাই তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে উস্কানিমূলক ও জাতীয় অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে দেখছেন। অপরদিকে জামায়াতপন্থি কিছু অংশ এ বক্তব্যকে প্রতিবাদের ভাষা বলে দাবি করেছে।
প্রসঙ্গত, গত কিছুদিন ধরে গোপালগঞ্জে ছাত্রলীগের বিরুদ্ধে ‘জুলাই আন্দোলনকারী’ কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলছে জামায়াতপন্থি সংগঠনগুলো। এই প্রেক্ষাপটে আজকের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।