চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করেছে আজ শুক্রবার, স্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছে—“গড়বো মোরা ইনসাফের দেশ”। নতুন এই রাজনৈতিক দলকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। দলের নাম ঘিরে তীব্র আপত্তি জানিয়েছেন ‘জনতার অধিকার পার্টি’র চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া।
তরিকুল ইসলাম অভিযোগ করেন, ইলিয়াস কাঞ্চনের দলের নাম তাদের দলের নামের সঙ্গে মিল রয়েছে এবং এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি দাবি করেন, ইলিয়াস কাঞ্চন ‘জনতার অধিকার পার্টি’র নাম চুরি করেছেন এবং এর মাধ্যমে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তরিকুল বলেন, “ইলিয়াস কাঞ্চন আমাদের দলের নাম হুবহু ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ অবৈধ। আমি তাকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে যদি নাম পরিবর্তন না করেন, তাহলে আদালতের আশ্রয় নেব এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।”
সংবাদ সম্মেলনে তিনি ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক অভিপ্রায় নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “চলচ্চিত্র শিল্পে জায়গা না পেয়ে রাজনীতির মাঠে পা রেখেছেন তিনি। উদ্দেশ্য একটাই—সংসদে যাওয়ার পথ তৈরি করা। তবে মনে রাখতে হবে, রাজনীতির ময়দান এত সহজ নয়। এখানে পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙুলও থাকবে না।”
তরিকুল ইসলাম আরও দাবি করেন, ইলিয়াস কাঞ্চনের দলের নাম ‘জনতার অধিকার পার্টি’র সঙ্গে অতিমাত্রায় সাদৃশ্যপূর্ণ, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তির জন্ম দিচ্ছে এবং এটি সহ্য করা হবে না।
এই অবস্থায় নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ কতটা এগোতে পারবে বা নাম নিয়ে তৈরি হওয়া বিতর্ক কী মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।