ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন দেশের রাজনীতিতে নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আগামী ১৭ এপ্রিল রাজধানীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তার নতুন রাজনৈতিক দল।
দল গঠনের এ উপলক্ষে বনানীর হোটেল শেরাটনে দিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন দলের প্রতিনিধি ছাড়াও নাগরিক সমাজ, ব্যবসায়ী, পেশাজীবী ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রফিকুল আমিন শুধু ডেসটিনি গ্রুপের শীর্ষ নির্বাহীই নন, তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তবে তার অতীত ঘিরে রয়েছে নানা বিতর্ক। ডেসটিনি ট্রি প্ল্যানটেশন প্রকল্পে অনিয়ম এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা দুটি মামলায় দীর্ঘদিন কারাবন্দি ছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকারের সময় তিনি কারামুক্তি পান। মুক্তির পর থেকেই তার রাজনৈতিক উদ্যোগ নিয়ে জল্পনা চলছিল, অবশেষে সে জল্পনার অবসান ঘটিয়ে সরাসরি দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তিনি।
এই উদ্যোগ আগামী জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এখন দেখার বিষয়—নতুন এই দল দেশের রাজনৈতিক অঙ্গনে কতটা স্থান করে নিতে পারে।