রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ-এর কেন্দ্রীয় কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও সরিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটি। একইসাথে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ১০ এপ্রিল রাতে সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ের পাঁচতলা ও ছয়তলায় থাকা দুটি সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় বাসদের কর্মীরা বাধা দিলে একটি সাইনবোর্ড নিয়ে তারা পালিয়ে যায়।
বিবৃতিতে আরও জানানো হয়, আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল রাতেও একই ধরনের চেষ্টা করা হয়েছিল। তবে সেদিন কর্মীদের উপস্থিতিতে হামলাকারীরা সফল হয়নি। এসব ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং গণতান্ত্রিক কর্মকাণ্ডের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে দলটি।
বাসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্বের অংশ। এ ধরনের ঘটনা শুধু রাজনৈতিক দলের উপর হামলা নয়, গণতন্ত্রের ওপরও আঘাত।
ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটও। আজ শুক্রবার জোটের কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) এর সমন্বয়ক মাসুদ রানা এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।
সবাই মিলে এক কণ্ঠে বলেন, রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বাধা ও ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এমন আচরণের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।