জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম।”
আজ বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভীর বক্তব্য
-
কাজী নজরুল ইসলাম শুধু ব্রিটিশবিরোধী আন্দোলনেই নয়, সাম্প্রতিক জাতীয় আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানেও অনুপ্রেরণা।
-
স্বৈরাচার সরকারের পতন ঘটলেও দেশে এখনও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
-
রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে।
-
খালেদা জিয়া ও তারেক রহমান নজরুলের চেতনা ধারণ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
-
“জাতি যখন দিশেহারা হয় তখন কবির লেখা হয়ে ওঠে আলোকবর্তিকা,” বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিতি
-
সকাল থেকে কবির সমাধিতে ফুল হাতে ভিড় করেন ভক্ত-অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা।
-
শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউটসহ নানা সংগঠন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন হলের শিক্ষার্থীসহ রাজধানী ও সারাদেশে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা আয়োজন।