বরিশাল প্রতিনিধি
ইসলামী আন্দোলনের মুখপাত্র চরমোনাইর পীর আলহাজ্ব মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম বলেন, ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে এ দেশ থেকে ফ্যাসিষ্ট, সরকার পালিয়ে যাওয়ার পর যখন রাষ্ট কাঠামোর প্রশাসনিক ব্যবস্হা নতুন করে সাজানোর অপেক্ষায় দেশের জনগণ প্রহর গুনছেন, তখন একটি দল দখল বানিজ্য নিয়ে ব্যস্ত।
তিনি বলেন গন অভ্যুথানে নিহত শহীদের মায়ের কান্না এখনো থামেনি। এখনো সন্তান হারা মা কাদে আর ডাক দিয়ে বলে যে,আমার সন্তান অনেক দিন ধরে মা বলে আর ডাক দেয় না। অথচ এরই মধ্যে শুরু হয়ে গেছে ঘাট দখল,টেন্ডার বাজি,স্টেশন দখল, আর চাঁদা বাজি।
২/৫/২০২৫ ইং শুক্রবার বাদ আসর বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে বাকেরগঞ্জ উপজেলা মুজাহিদ কমিটি আয়োজিত এক ওয়াজ মাহফিলে চরমোনাইর পীর আলহাজ্ব মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম বলেন, যে দল ইসলামের আদর্শের নীতিতে চলেনা তারা কখন মানুষের সেবক হতে পারে না। তিনি বলেন এদেশের মানুষ আন্দোলন করে ফ্যাসিষ্ট সরকারকে বিদায় দিয়েছে। তবে ফ্যাসিষ্ট ঠিকই পরিবর্তন হয়েছে কিন্তুু দখলবাজি , লুটপাট, টেন্ডার দখল,ঘাট দখল তো রয়েই গেছে।
পীর সাহেব বলেন, একমাত্র ইসলামী নীতি আদর্শের বাস্তবায়নই দেশের শান্তি আনতে পারে। মাহফিল শেষে মোনাজাতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনা সহ দেশ – বিদেশের সকল মানুষের শান্তি কামনা করে আল্লাহ তায়ালার কাছে দোয়া মোনাজাত করা হয়।
মোঃ জাহিদুল ইসলাম