সদরুল আইন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। ধানমন্ডি থানা থেকে তিনজনকে মুচলেকায় মুক্ত করে আনার ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শোকজের নির্দেশনা
দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে হান্নান মাসউদের কাছে।
নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে ব্যাখ্যা শৃঙ্খলা কমিটির প্রধানকে প্রদান করতে হবে।
ঘটনার প্রেক্ষাপট
মঙ্গলবার রাতে ধানমন্ডির একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্য পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জেরে ধানমন্ডি থানা পুলিশ তাদের আটক করে।
আটকদের মধ্যে ছিলেন মোহাম্মদপুর থানার সংগঠনের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যাকে আগে নৈতিকতা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পরদিন হান্নান মাসউদ থানায় গিয়ে তাদের পক্ষে মুচলেকা দেন এবং পুলিশ হেফাজত থেকে মুক্ত করে আনেন। এ নিয়েই প্রশ্ন ও সমালোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিও ও সমালোচনা
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে-বাইরে সমালোচনার ঝড় ওঠে।
নোটিশে বলা হয়, হান্নান মাসউদ দলকে না জানিয়ে ও অনুমতি না নিয়ে এই পদক্ষেপ নেন, যা এনসিপির সাংগঠনিক নীতিমালা পরিপন্থী।
পূর্বপ্রেক্ষাপট ও বিতর্কিত চরিত্র
সূত্র বলছে, ওই রাতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তারে চাপ দিতে গিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ওই তিন ব্যক্তি। এরপর ধানমন্ডি থানা পুলিশ তাদের আটক করে এবং পরদিন মুচলেকার ভিত্তিতে ছেড়ে দেওয়া হয়।