পিরেজপুর প্রতিনিধি:
কারাগারে থাকা জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তির দাবিতে পিরোজপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
মঙ্গলবার বিকেলে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পিরোজপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশনের সামনে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে পিরোজপুর- ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিক্ষোভ পূর্ব সমাবেশের সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জহিরুল হক।
বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে ৫ আগস্ট জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। কিন্তু যে প্রত্যয় নিয়ে বাংলাদেশ স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যত্বয় হয়েছে। এখনো আজহারুলকে মুক্তি দেওয়া হলো না। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে একটি প্রহসনমূলক কমিশন গঠন করে জামায়াতের নেতাকর্মীদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং আজহারুল ইসলামকে জেলে বন্দি করে রাখা হয়েছে।
মাসুদ সাঈদী অভিযোগ করেন, ভূয়া সাক্ষীর মাধ্যমে আজহারুলের বিচারের রায় দেওয়া হয়েছিল। তাই এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি কিন্তু আমাদের ধৈয্যচ্যুতি করাবেন না।
বর্তমান সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে মাসুদ সাঈদী বলেন, যতক্ষণ আজহারুল ইসলামের মুক্তি না হবে, ততক্ষণ জামায়াতের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। আজহারুল ইসলামের মুক্তির পাশাপাশি মাসুদ সাঈদী জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সমাবেশে অন্যান্য বক্তারা দলটির কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ