রাঙ্গামাটি প্রতিনিধি
দীর্ঘ ১৮ বছর পর রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রকাশ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা
কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে এবং উপজেলা প্রচার সম্পাদক নুর জামালের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, রাঙ্গামাটি জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, রাঙ্গামাটি
জেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা সেক্রেটারী মোঃ মনছুরুল হক, ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার সভাপতি শহিদুল ইসলাম শাফি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির লোকমান হোসেন। আরো বক্তব্য রাখেন, চন্দ্রঘোনা ছাত্রশিবির এর শাখা সভাপতি শাহাদাৎ হোসেন, উত্তর সভাপতি ইস্রাফিল হোসেন সৈকত, জামায়াতে নেতা আমীর হোসেন, মোঃ আবু তাহের, শফিকুল আলম, চন্দ্রঘোনা মিশন ব্যাপ্টিষ্ট চার্চ সাধারন সম্পাদক বিজয় মারমা, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য দেশের স্বার্থে মেজরিটি নয়, মাইনরিটি নয়, সবাইকে ইউনিটি হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। বিগত আ’লীগ ফ্যাসিবাদী সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের প্রাণের দাবী সুষ্ঠ ভোট দিতে ব্যর্থ হয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে। আমরা চাই সুষ্ঠ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন তাই জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।