সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
বিএনপির কেন্দ্রীয় নেতা এম নাসের রহমান বলেছেন,”বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, আর সে কারণেই নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করবে।”
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন শনিবার (২২ ফেব্রুয়ারী) জানান,গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে মৌলভীবাজার পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাসের রহমান বলেন,”আমাদের জন্য প্রতিদ্বন্দ্বিতা থাকা জরুরি, কারণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয়। কিন্তু বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে,যা জনগণের ভোটাধিকারকে ক্ষুণ্ণ করছে।”
তিনি আরও বলেন,”দেশে নতুন দল গঠনের গুঞ্জন চলছে। এতে আমাদের কোনো সমস্যা নেই, তবে যদি সরকার নতুন দল গঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে,তাহলে সেটা জনগণ বুঝতে পারবে। জনগণ আমাদের সঙ্গে আছে, তাই বিএনপির ভোট বিভক্ত করতে চাইলেও লাভ হবে না।”
নাসের রহমান বর্তমান সরকারের সমালোচনা করে বলেন,”গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু পারেনি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছে,আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না।”
তিনি আরও বলেন,”বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র যতই হোক,আমরা জনগণের ভালোবাসায় টিকে আছি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়ার আশঙ্কা আমাদের নেই।”
নাসের রহমান বলেন,”আমরা ইতিমধ্যে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিএনপি ক্ষমতায় গেলেঃ-
১) প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা হবে।
২) দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে।
৩) বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
৪) নির্বাচন কমিশনের পূর্ণ সংস্কার করা হবে।
তিনি আরও বলেন,”এসব সংস্কারের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচিত সংসদেই আমরা এসব বাস্তবায়ন করব।”
নাসের রহমান স্থানীয় সরকারের কার্যকারিতা নিয়েও কথা বলেন। তিনি বলেন,”উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এখন কার্যকরভাবে কাজ করতে পারছে না। উপজেলা চেয়ারম্যানদের প্রশাসনের কর্মকর্তারা পাত্তা দেন না, সরকারি অর্থের অপচয় বাড়ছে। এই ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন।”
মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন; জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ,যুবদল ও ছাত্রদলের নেতারা।